কিক বক্সিংয়ের আসর হতে চলেছে উত্তর চব্বিশ পরগনায় - Songoti

কিক বক্সিংয়ের আসর হতে চলেছে উত্তর চব্বিশ পরগনায়

Share This
বিশ্বজিৎ দাস, কলকাতাঃ পৃথিবীর সব খেলার মধ্যে অন্যতম হল কিক বক্সিং,  উত্তর চব্বিশ পরগনার ক্লাব কর্ত্পক্ষ খেলার আয়োজন করেছে , যা কলকাতাকে সাক্ষী রেখেই পঞ্চম বারের জেলা স্তরের কিক বক্সিং প্রতিযোগিতা এবং যেটি সম্প্রতি ৬৩ জন কিক বক্সার তাদের দক্ষতা দেখানোর জন্য একটি ইভেন্ট করেছিল সল্টলেক সেক্টর-৩ এফ ডি পার্ক গ্রাউন্ডে।যুব খেলার মধ্যে কিক বক্সিং হল একটি দৈনন্দিন অনুশীলনের খেলা যা খুব শীগ্রই করতে হয়।এই খেলার জন্য আলাদা আলাদা 


বিভাগ আছে পয়েন্ট ফাইট, লাইট কন্ট্যাক্ট, ফুল কন্ট্যাক্ট প্রভৃতি। কলকাতাকে সাক্ষী রেখেই এই কিক বক্সিং খেলার আয়োজন করেছেন শ্রী গৌরব গোস্বামী। যিনি খেলার সাধারণ সম্পাদক, উত্তর চব্বিশ পরগনা জেলার। শিবপ্রধান যিনি এই ইভেন্টটি চালু করেছেন। ইভেন্টটির মূল যেগুলো পাথেয় সেগুলি বিশ্ব দরবারে মানুষের কাছে তুলে ধরেছে। ১. সবার প্রথম বারো জন এই ইভেন্টে অংশ নেবে।                  ২.  প্রকাশ লাইটের তরফ থেকে যারা অবসাদ থেকে দূর থাকতে চাইছেন তারা প্রত্যেকদিন এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।। 


No comments:

Post a Comment