গো এয়ারের বিমান গুলি উড়তে চলেছে কলকাতা থেকে দিল্লি - Songoti

গো এয়ারের বিমান গুলি উড়তে চলেছে কলকাতা থেকে দিল্লি

Share This


বিশ্বজিৎ দাস, কলকাতাঃ এবারে সবসময় গো এয়ারের বিমানগুলি যাত্রীদেরকে নিয়ে কলকাতা থেকে দিল্লী আসা যাওয়া করবে। এবং বেঙ্গালুরু থেকে দিল্লী ও আসা যাওয়া করবে। তার সাথে যুক্ত হয়েছে সিঙ্গাপুর ও।  ভারতে গো এয়ারের বিমানগুলি সবথেকে বিশ্বস্থ, সময়নিষ্ঠ, এবং দ্রুতগামী বিমান যা আজকের ঘোষণায় ইচ্ছে করেই কলকাতা থেকে দিল্লি এবং বেঙ্গালুরু থেকে দিল্লিকে যুক্ত করেছে। এবং এর ফলে নয়া পরিষেবা চালু হওয়ার পর থেকে গো এয়ারের যাত্রীগুলি ভালো সুবিধা পাচ্ছে সিঙ্গাপুর থেকে কলকাতা এবং ব্যাঙ্গালোরের মধ্যে।  যা চলতি মাসের ২৭শে অক্টোবর থেকে সপ্তাহে তিন বার করে যাতায়াত করছে বিমানগুলি। যার ভাড়া হচ্ছে একেক জনের ৫,৮৮২ টাকা ঘুরে ফিরে আসার সাথেই। এবং ফ্লাইট G8 117 ছাড়বে বেঙ্গালুরু থেকে পৌনে ছটায় সপ্তাহে চার দিন সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ও শনিবার এবং দিল্লীতে পৌঁছবে ১১.৪০ নাগাদ। সেইভাবে G8 112 দিল্লীতে পৌঁছবে ২:২০ তে এবং বেঙ্গালুরু থেকে ছাড়বে ৫:১০ এ সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবারেও।                       গো এয়ারের বিমানের যাত্রীদের যাতে কোনো রকম ট্র্যাভেল করতে অসুবিধা না হয় এবং তার জন্য যাত্রীদেরকে ফ্রীতে নেট পরিষেবা দেওয়ার জন্য বলেছেন ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জেঃ ওয়াদিয়া। যা গো এয়ার প্রত্যেক দিনে ৩৩০ টা বিমান দিচ্ছে যা ১৩.২৭ লাখের বেশি যাত্রীদের নিয়ে ২৫ টার মত গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণ করছে। আইজল, আমেদাবাদ, নাগপুর, পাটনা, পুনে, বোম্বে, কলকাতা, কোচি, রাঁচি, সিঙ্গাপুর। এবং আটটি আন্তর্জাতিক গন্তব্যস্থলে পাড়ি দিচ্ছে সেগুলি হল আবুধাবি, মালে, মুসকাট, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, পুকেত।

No comments:

Post a Comment