সমর্পণ || প্রদীপ গুপ্ত || সাহিত্যগ্রাফি - Songoti

সমর্পণ || প্রদীপ গুপ্ত || সাহিত্যগ্রাফি

Share This


একটা ছায়া, একটা শরীর
কিছুটা মায়া, একটা নারীর,
দেখেছো!
কিছুটা দেওয়া, কিছুটা নেওয়া
কিছুটা ছাড়া, কিছুটা পাওয়া,
বুঝেছো!
একথালা চাঁদ, একটা নদী
একটা বাউল, জানতো যদি,
নাইতো !
সবটা ফেরত, সবটা চাওয়া
নদীর স্রোতে, উজান বাওয়া,
গাইতো!

একটা ছায়া, সঙ্গে চলে
সঙ্গী নারী, কবিতা বলে
আদর, চাদর, ভাদর, টাদর
বিছিয়ে দিয়ে, জোৎস্না জলে
নাইতে নেমে, হৃদয় গলে
বুঝবে কি?

No comments:

Post a Comment