আজ ভারী বৃষ্টির ভ্রুকুটি, তবে কালীপুজোয় স্বস্তির বার্তা হাওয়া অফিসের - Songoti

আজ ভারী বৃষ্টির ভ্রুকুটি, তবে কালীপুজোয় স্বস্তির বার্তা হাওয়া অফিসের

Share This

 কালীপুজোয় শহরবাসীকে স্বস্তির বাণী শোনাল আবহাওয়া দফতর। আপাতত কালীপুজোয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আবহাওয়া দফতরের অধিকর্তা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কালীপুজোয় কি বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ‘‘কালীপুজো বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে’’। অন্যদিকে, কাল উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশাপাশি কলকাতা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মালদা, দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে মত্ৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই আকাশের মুখভার। বেলা গড়াতেই কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। এদিন প্রধানত মেঘলা আকাশ থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬২ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়নি।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment