১১ বছরেরও বেশি পুরনো ব্লেজার পরেই BCCI প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ! কেন জানেন? - Songoti

১১ বছরেরও বেশি পুরনো ব্লেজার পরেই BCCI প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ! কেন জানেন?

Share This
ক্রিকেট ছেড়েছেন। কিন্তু ক্রিকেট তাঁকে ছাড়েনি। অবসরের পরেও তাই সৌরভ ছিলেন এবং আছেন ক্রিকেটেই। বোর্ড-সিংহাসনে মহারাজ ৷ বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময়েও পিছু ছাড়ল না ভারতীয় দলের ক্যাপ্টেনের নস্ট্যালজিয়া পিছু ছাড়ল না ৷ মাঠ ছাড়ার সময়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গায়ে ছিল যে ব্লেজার, সেই ব্লেজার গায়ে নিয়েই ফের ক্রিকেটে নতুন করে প্রত্যাবর্তন মহারাজের ৷
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফের জাতীয় দলের ব্লেজারে সৌরভ ৷ সাংবাদিক বৈঠকে এসে বললেন, ‘অবসরের পর প্রথম জাতীয় দলের ব্লেজার পরলাম ৷ এখন গায়ে ঢোলা হলেও এই ব্লেজারের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে তাই পরে নিলাম ৷’
বোর্ডের বৈঠকে দায়িত্বভার গ্রহণের পরই সাংবাদিক সম্মেলনে জগমোহন ডালমিয়ার উত্তরসূরী ৷ বললেন, ‘স্বার্থের সংঘাত নিয়ম বদলে আশাবাদী ৷ আদালতের দিকে তাকিয়ে আছি ৷ আশা করছি নিয়মে বদল আসবে ৷ স্বার্থের সংঘাত মাথায় রেখেই বোর্ড সাজাব ৷’
বোর্ড প্রেসিডেন্ট হওয়া সম্মানের ৷ অনেক কাজ করতে হবে ৷ আজ বৈঠকে আর্থিক রিপোর্ট পেশ হয়নি ৷ এজিএমে আর্থিক রিপোর্ট পেশ হবে ৷ অনেক চ্যালেঞ্জ আছে ৷’বললেন সৌরভ ৷
আপাতত ১০ মাসের জন্য দায়িত্বে মহারাজ ৷ তারপর ৩ বছর কুলিং অফে যেতে হবে  ৷ প্রেসিডেন্ট পদে সৌরভের সঙ্গে সঙ্গেই বোর্ড সচিব হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহের পুত্র জয় শাহ ৷ কোষাধ্যক্ষ পদে এলেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ৷ এবার সামনের দশমাস। স্বপ্ননগরী মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের চোখে নতুন স্বপ্ন। যাদুকরের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রঃ নিউজ এটিন বাংলা 

No comments:

Post a Comment