আমি || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

আমি || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This
পাখিকে দেখে একদিন ওড়ার শখ হল
ঈশ্বরকে জানালাম...
বললেন, 'পাখির যেমন ডানা আছে
তোমারও বুদ্ধি, সাহস...
প্রয়োগ করে দেখো'
এখন প্রায়শই আমি উড়ে বেড়াই...

গাছকে দেখে সহিষ্ণুতার সাধ জাগল
প্রকৃতিকে বললাম...
'তোমারও শেকড় আছে, কান্ড আছে
চাইলেই ডালপালা বিছিয়ে ফুল ফোটাতে পারো
ভ্রমর মৌমাছি প্রজাপতি সংস্পর্শে থাকবে
ফল ও পাতার টানে পাখি আসবে, বাসা বাঁধবে'
সেই থেকেই প্রেমী হয়ে উঠলাম...

তোমাকে দেখে "তোমার" মতো হতে মন চাইলো
জীবনকে জানালাম...
বললে, বোধকে জাগাও, বিবেককে নাড়া দাও
যোগ্যতার হাত ধরে নিজস্বতার পথে পা বাড়াও
প্রেম ও ছায়া বিনিময়ে আপন করে নাও দুরত্বকে
দেখবে একদিন গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাবে
তখন থেকেই আমি "তুমি" নাহয়ে "আমি" হয়েই রইলাম...!!

No comments:

Post a Comment