স্বপ্ন খাদক || দেবপ্রসাদ বসু || সাহিত্যগ্রাফি - Songoti

স্বপ্ন খাদক || দেবপ্রসাদ বসু || সাহিত্যগ্রাফি

Share This
ধর্মীয় তোষণ আর সাম্প্রদায়িকতা
মুখোমুখি দাঁড়িয়ে, ক্রিয়ার প্রতিক্রিয়তায়, ঘর্ষণে;
কাঠে-কাঠে জ্বলছে আগুন বনে, আত্মদাবানল।
চকমকি পাথরে রাতের অন্ধকারে
যে আলো জ্বলেছিল হাজার বছর আগে
মুক্তির আনন্দ বুকে মেখে নব আবিষ্কারের নেশায়
নিরবিচ্ছিন্ন, তার অপমৃত্যু ঘটিয়ে ---
জোনাকির মতো, নক্ষত্রের মতো
মোমবাতির মতো অসংখ্য ভিন্ন পর্য্যায়ে আলো
যে পথ দেখিয়েছিল স্বপ্ন সুন্দর মহিমায়
তাই আজ নিভতে চলেছে প্রায় আলেয়ার হাতে
দিকভ্রান্ত জীবনের মাঝে সহসা
অভিসন্ধির সলতে পাকাতে পাকাতে
চাপান-উতোর আর মনধাঁধানো কৌশল যুদ্ধে।
রাত ভোর হয় আবার সন্ধ্যা আসে
ফুলেরা শুকিয়ে যায় মধু গন্ধ দিয়ে
মৌমাছিদের নিয়ে ফুলের জলসায় সেই একই. . .
সব হারানোর নামগান সব পেয়েছির পরিবেশে।
যাপনের জমি নিঙড়ে বুদ্ধি বেচে খায়
যে সব কৌশলী ভদ্রবেশী মাথা. . .
সমাজ সংস্কারক, মাটির মানুষের আত্মীয় সেজে,
কে যে স্বীকৃতি দিলো তাকে কে জানে!
প্রাপ্তির আগুনে পুড়িয়ে হাত অনেকেই বুঝে গ্যাছে
ওম বহুদূরে মনের আঁধারে যার কুক্ষিগত বীজ।
জন কল্যাণের নাটকে ভোগবাদী গোপনচারিতায়
দ্বিধাহীন কৌশলী কুশীলব সব
ক্ষমতার জমি আঁকড়ে রাখা আর ছিনিয়ে নেওয়ার
লড়াইয়ের মাঝে মানুষের ভালো করবার কথা
ব্যানারে লিখে জীবনের মানে চেনাতে চায়
নিজস্বতার মাপে বাধ্য ব্যবস্থায়
যার সঠিক ও ন্যায্য পরিবর্তনের দাবি নিয়ে
হাজার বছর লড়ে যাচ্ছে সনাতন শান্তি,
কে তোয়াক্কা করে তার! চহিদার জীবন্ত কবরের পাশে শ্রদ্ধার স্তুতির অভিনয় ক'রে যুগ পাল্টাবার
একাধিকবার প্রতিশ্রুতি বিলিয়ে স্বপ্ন খাদকের দল
সভ্যতার প্রতি জবরদস্তি সম্ভ্রম আদায়ের রাস্তায়।
বারবার ঠেক খাওয়া ঠকে যাওয়া সময় আর
সুখ চায় না তার প্রাপ্য অধিকার, একটুকরো শান্তি, আশার আলো জ্বালিয়ে আসে যদি কোনো প্রীতির পথপ্রদর্শক মাটির ঈশ্বর পৃথিবী ভ্রমণে এসে!

No comments:

Post a Comment