সুপার মডেল ও ডিসাইনারদের আয়োজনে বিশেষ বিউটি কনটেষ্ট কিং ক্যুইন শহরে - Songoti

সুপার মডেল ও ডিসাইনারদের আয়োজনে বিশেষ বিউটি কনটেষ্ট কিং ক্যুইন শহরে

Share This

দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ শুরু হয়ে গেল লঞ্চার্জ আয়োজিত কলকাতার ‘অন্যরকম’ বিউটি কনটেস্ট ‘কিং কুইন ২০১৯’। এই অনুষ্ঠানের প্রচারে এদিন প্রেস ক্লাবে এসেছিলেন অনুষ্ঠানের গুডউইল অ্যাম্বাসাডর ও উদ্যোক্তা অভিনেত্রী মৌবনি সরকার। এছাড়াও ছিলেন উদ্যোক্তা মাধবীলতা মিত্র, চিরশ্রী সিংহ রায়, গুলশন বানু, লঞ্চার্জের সহ প্রতিষ্ঠাতা শগুফতা হানাফি, দি সিটিজেন টাইমসের অধিকর্ত্রী পায়েল পাল। এদিন মাধবীলতা বলেন, “এটাকে অন্যান্য বিঊটি কনটেষ্টের সাথে গোলাবেন না। এখানে আমরা চেষ্টা করছি মৌখিক ক্ষণস্থায়ী সৌন্দর্য্যের বদলে অন্তরের চিরস্থায়ী সৌন্দর্য্যকে বিচার করে তাদের পুরস্কৃত করা। এই অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন অনেক প্রতিযোগী। কলকাতা সহ গুয়াহাটি, রাঁচি, শিলচর, হাইলাকান্দি, জামশেদপুর, পাটনা, দুর্গাপুর, মালদা, পুরুলিয়ার মত পূর্ব ভারতের বহু শহর থেকে সাড়া মিলেছে। আমাদের মূল লক্ষ্য হল ‘সেইভ দ্য নেইচ্য’ (Save the nature)”। জানা গেল কনটেষ্টে থাকবে তিনটি বিভাগ – মিস্টার, মিসেস এবং মিস। অনুষ্ঠানে অংশ নিতে হলে খুব সামান্য মূল্য দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। গুলশন জানালেন, “নিজেকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হতে চলেছে এই কনটেস্ট। এখানে শুধু কনটেস্ট নয়, দেওয়া হবে প্রয়োজনীয় গ্রুমিংও। নিজেকে অনেকেই নতুন করে আবিষ্কার করতে পারবেন এর মধ্য দিয়ে”। এই প্রথম ভারতে এরকম কনটেস্ট’এর আয়োজন করা হচ্ছে বলে দাবি করেন চিরশ্রী। শগুফতা হানাফির ঘোষণা, এই কনটেস্টই শুধু শেষ নয়, এর থেকে বেছে নেওয়া হবে বেশ কিছু প্রতিযোগীকে যাঁরা অংশ নেবেন বিভিন্ন শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজে। ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই হবে এই অনুষ্ঠান। এদিন প্রচারে সামান্য দেরি করে এলেও প্রচণ্ড উত্তেজিত মৌবনি। বলেন, “আয়োজন করতে পেরে খুব ভাল লাগছে”। পুজোর আগেই ঢাকের তালে নাচতে দেখা গেল তাঁকে।

No comments:

Post a Comment