আরও এক চার কন্যার গল্প, অন্দরকাহিনী - Songoti

আরও এক চার কন্যার গল্প, অন্দরকাহিনী

Share This
দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ চারটি মেয়ে। প্রত্যেকের জীবন চারটি ভিন্ন খাতে বয়ে চলছে। কেউ গৃহবধূ, কেউ মেয়ে, কেউ বা দাদার মা বাবা হারানো একমাত্র বোন আর কারও পরিচয় বন্ধু। তবে মিল হল তারা প্রত্যেকেই মেয়ে আর প্রত্যেকেরই জীবনে আছে এক একটা সমস্যা। কারও নেই উপার্জন, কাউকে বা প্রোমোটার হুমকি দিচ্ছে, বাকিদের সমস্যা আলাদা। সবমিলিয়ে একটি জমজমাট সিনেমা আমরা উপহার পেতে চলেছি আগামী ৬ সেপ্টেম্বর। গল্প রচনা ও নির্দেশনায় অর্ণব কুমার মিদ্দা, গান রচনা করেছেন শ্রীজাত। সুর নির্দেশ করেছেন রাজা নারায়ণ দেব। সম্প্রতি মুক্তি পেল ছবিটির অফিশিয়াল ট্রেলার। সমাজের বিভিন্ন স্থানে নারীদের অবস্থান ও তাদের বিভিন্ন জটিলতাকে তুলে ধরবে ‘অন্দরকাহিনী’, আমরা দেখতে পাব সমাজের চারটি ভিন্ন ভিন্ন রূপ। মেয়েদের সমস্যায় আমরা বা আমাদের সমাজ সমাধান খুঁজে দিতে পারে না, এটাই বোধ হয় আমাদের ফেমিনিজম। নয়তো আজও শহরের কোনো না কোনো প্রান্তের বোনটির সাথে আমরা মিল খুঁজে পাব গল্পের নারীদের। মিলিয়ে নিতে পারব সুখ-দুঃখ, হাসি-কান্না, হয়তো বা সবটুকুই। কিন্তু দিতে পারিনি সমস্যা থেকে মুক্তি। হয়তো বা পারিনা, পারবও না। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তেমনি গল্পের মেয়েগুলিরও জীবন চলছে কখনও সোজা কখনও বা বাঁকা পথে। তবে কি এভাবেই চলতে থাকবে তাদের জীবন? নাকি কোনো সুপারম্যান এসে করে দেবে সব কিছু ওলটপালট? ট্রেলার দেখে মনে হল বেশ জমাটি গল্প। তবে গল্পের অন্দরের কাহিনী জানতে হলে আসতেই হবে সিনেমাহলে। টিকিট কেটে সিনেমা দেখুন, পরিবার, বন্ধুবান্ধবের সাথে এসে উপভোগ করুন। কারণ আপনার আমার কাটা টিকিটের উপর ছবির বাজার নির্ভর করে। নেটযুগে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়া জানান দিচ্ছে বাজারের করুণ অবস্থা। আসুন সবাই মিলে ছবিটা দেখি, তবে অবশ্যই হলে গিয়ে।

No comments:

Post a Comment