পায়েল পাল, কলকাতাঃ "মম চিত্তে, নৃতে নৃত্যে", গুরুদেব তো সেটাই বলেছিলেন। তবে সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ে'র সুরে শ্রেয়া ঘোষাল বলছেন -
"মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য।
নৃতে নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথা ভাববো।।"
বিকৃত মনে হচ্ছে ? না বিকৃত হয় নি। বরং এই গানের শেষের অন্তরাটি শ্যুটিং হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। গানের নাম নীল দিগন্তে। এই বছর জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত চলচ্চিত্র গোত্র আসতে চলেছে।।
ভগবানের কাছে পূজো দিতে গেলে পুরোহিতের সংকল্প করার সময় প্রশ্ন থাকে গোত্র কি ? কিন্তু আজকের সমাজের অনেক সম্পর্ক থাকে যা তৈরী হয় হৃদয়ের টানে রক্তের টানে না। সেক্ষেত্রে কখনো কখনো রক্তের সম্পর্কও কমজুড়ি হয়ে পড়ে। তাহলে হৃদয়ের টানে যে মায়ের সন্তান বা কোনো আত্মীয়ের সম্পর্কে জড়িয়েছে, সেই ছেলেটি বা মেয়েটি'র গোত্র কি ? এই নিয়েই গোত্র।।
সদ্য প্রকাশিত হয়েছে এই চলচ্চিত্রে প্রথম গান নীল দিগন্তে। প্রাক্তনের পর দ্বিতীয়বার উইন্ডোজের জন্য গান গাইলেন শ্রেয়া। আর সুরকার এইবার অনিন্দ্য চট্টোপাধ্যায়। হামি'র পর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এটি সিঙ্গেল কম্পোজিশন।।
No comments:
Post a Comment