দেবাশিস ঘোষ , চাঁচল : সারাদেশের সঙ্গে মালদহের গাজোল ব্লকের মহানন্দা নদীর পাড়ের গ্রাম আলালেও ধুমধামে উদযাপিত হল রথযাত্রা। এই উপলক্ষে ভক্তদের ঢল নামে ।আলাল ও তার পার্শ্ববর্তী জোড়গাছি এলাকাতেও ছোটখাটো মেলার আকার নেয় । জানা গেছে ,স্থানীয় বাসিন্দা পরেশ বর্মন ২০০৮ সালে এখানে রথযাত্রা উৎসব শুরু করেন । জগন্নাথ দেব , তাঁর ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার দেব বিগ্রহ সহ রথ নিয়ে শুরু হয় আলাল পরিক্রমা । রথ যাত্রার শুরুর পূর্বে নিয়ম নীতি মেনে পূজা-অর্চনা করা হয় । রথ নিয়ে ভক্তরা আলাল দুর্গা মন্দির প্রাঙ্গণে বট পাকুড় গাছের তলায় সমবেত হন । কীর্তন সহ রথ নিয়ে এরপর শুরু হয় পরিক্রমা। ভক্তরা রশি টেনে রথ এগিয়ে নিয়ে চলেন । শোভাযাত্রার পুরো ভাগে আদিবাসী শিল্পীরা নৃত্য পরিবেশন করতে করতে এগিয়ে চলেন । পরিক্রমা শেষে জোড়গাছি দুর্গা মন্দির প্রাঙ্গণে রথটিকে থেকে রাখা হয় । আগামী ৮ দিন জগন্নাথ দেব , তাঁর ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা সহ সেখানেই থাকবেন । উল্টো রথের দিন আবার তাঁদের আলালে ফিরিয়ে নিয়ে আসা হবে ।।

আলালেও মহা ধুমধামে উদযাপিত রথযাত্রা
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment