
দেবাশিস ঘোষ , চাঁচল : মালদহের হরিশ্চন্দ্রপুর - ২ ব্লক এলাকার ফুলহরের জলে প্লাবিত ইসলামপুর পঞ্চায়েতের মিঞাহাট , কাউয়াডোল , উত্তর ও দক্ষিণ ভাকুরিয়ার দুর্গত বাসিন্দাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল 'রোটি ব্যাঙ্ক।" নৌকায় ওই এলাকাগুলি ঘুরে ঘুরে সংস্থার স্বেচ্ছাসেবকেরা শুক্রবার বাসিন্দাদের হাতে শুকনো খাবার ও জল তুলে দেয়। জানা গেছে , বানভাসি এলাকার বাসিন্দাদের হাতে শুকনো খাবার হিসেবে চিঁড়া , মুড়ি , গুড় , পাউরুটি , বিস্কুটের প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় | হরিশ্চন্দ্রপুরের রোটি ব্যাঙ্কের সম্পাদক তনুজ জৈন বলেন , " ফুলহরের বন্যায় ক্ষতিগ্রস্ত মিঞাহাট , কাউয়াডোল সহ উত্তর ও দক্ষিণ ভাকুরিয়ার বাসিন্দাদের হাতে শুকনো খাবার ও জলের বোতল তুলে দেওয়া হল | শুকনো খাবার হিসেবে দেওয়া হয় চিঁড়া , মুড়ি , গুড় , পাউরুটি , বিস্কুটের প্যাকেট। বাসিন্দাদের হাতে পানীয় জলের বোতলও তুলে দেওয়া হয়।"
No comments:
Post a Comment