মাদকে আচ্ছন্ন || আনজারুল মোল্লা (বাঁকুড়া) || সাহিত্যগ্রাফি - Songoti

মাদকে আচ্ছন্ন || আনজারুল মোল্লা (বাঁকুড়া) || সাহিত্যগ্রাফি

Share This
মাদকে  ঝলসে ওঠে
আমার সোনার দেশ।
যুব সমাজের নেশাগ্রস্ত
এক নিমেষে শেষ।

সুস্থ সমাজ আজ কোথায়
লোভ লালসা মনে।
নেশায় আচ্ছন্ন যুব সমাজ
রয়েছে মাদকের সনে।

মূল্যবোধ আজ কোথায়
মনুষ্যত্ব আজ মরে।
নম্র-ভদ্র হারিয়ে গেছে
নেশার কবলে পড়ে।

বর্তমানে জীবন চলার পথে
মাদকের নেশায় ঘোর।
কলহ ঝগড়া ঝামেলা শুরু
আজ একে অপরে মোর।

মানুষ খেলো মাদকদ্রব্য
অর্থ উপার্জন করে।
একটা তুমি আইন করো
যেন এক এক জনকে ধরে।।


No comments:

Post a Comment