
মেয়েবেলা থেকে এই আজ পর্যন্ত
প্রতিপদে বিশ্বাস করেছি তোমায় ,
নানারূপে ভরিয়েছি অভাবী সত্তা , যত্নে - ভালোবাসায় ।
ক্ষতবিক্ষত আজ , বিশ্বাস হীনতার চরম কষাঘাতে ।
এতোই দুর্বল তুমি ?
বারংবার আঘাত হান নিরীহ মেয়েটারই ওপর ?
ক্রোধে ফেটে পরি আমি , হৃদ স্পন্দন দ্রুত হতে থাকে
মগজ বিদ্রোহ করে , সারল্য ডুকরে কেঁদে ওঠে
মানবিকতা লজ্জায় মুখ ঢাকে ।
বিবেকের কাছে প্রশ্ন রাখি আমি ...
না ,পারি না ... এগিয়েও পিছিয়ে নিই রুষ্ট পদক্ষেপ ।
কটূক্তি , বিদ্রুপ আর নোংরা ইশারাগুলো আজ আর বিচলিত করে না আমায় ।
টুকরো টুকরো বিশ্বাসের ইঁট দিয়ে গড়ি ভালোবাসার রাজ প্রাসাদ ।
সহানুভূতির সবুজ বাগানে ফোটাই সহ্য ধৈর্যের রঙিন গোলাপ ।
সকাল সন্ধ্যায় মনের কোনে জ্বালাই আশার প্রদীপ ।
দুর্যোগে নিভু নিভু দীপ শিখা শ্বাস নেয় ভরসার মুঠিতে , স্বস্তিতে ।
সাফল্যের আলোকছটায় ঝলমলিয়ে ওঠে মনের মণিকোঠা ।
এক ফুঁয়ে উড়িয়ে দিই অবিশ্বাসের কালো ধোঁয়া
উল্লসিত হই ... হ্যাঁ পেরেছি ...আমি পেরেছি ।
স্রোতের অনুকূলে গা ভাসিয়ে নয় ,
প্রতিকূলে সাঁতরে পেড়োয় উচ্ছল তরঙ্গিণী ...
ছুঁয়ে দিই হৃদয় উৎস ।
আসাধারান তৃপ্তি সুধায় সিক্ত মনপ্রান ।
অন্তরাত্মা হতে আওয়াজ শুনি ... '' বাজিমাত ...
ওরে ক্ষমা করে দে ওদের ... তুই যে মায়ের জাত '' ।
: Advertisement :
No comments:
Post a Comment