তোমায় নিয়ে লিখব বলে...
কতবার কাগজ কলম নিয়ে বসেছি,
একটা লাইনও তোমায় নিয়ে লেখা হয়নি।
লিখতে পারিনি
যতবার কিছু লিখতে গেছি
তোমার চোখদুটো আমার মনের চোখে
শুভদৃষ্টির মতো নিষ্পলকে চেয়ে থেকেছে,
আর আমি ডুবে গেছি তোমার চোখে।
সব অনুভূতিগুলো আছড়ে পড়েছে
সমুদ্রের ঢেউয়ের মতো মনের কিনারায়,
আর মনের মোহনায় অপেক্ষারত শব্দগুলো
মিশে গেছে সেই ঢেউয়ের সাথে।
তুমি আমায় নদী বলো,
তুমি যে উত্তাল সমুদ্র,
আমার সমস্তটা ভেজাও নোনাজলে,
মিলেমিশে একাকার হয়ে যাই।
তুমি তো স্থির নও...
তাইতো শব্দে বাঁধতে পারিনা তোমায়।
No comments:
Post a Comment