ইস্কন কলকাতা আয়োজিত রথযাত্রা উদ্বোধনে আমন্ত্রিত নুসরাত - Songoti

ইস্কন কলকাতা আয়োজিত রথযাত্রা উদ্বোধনে আমন্ত্রিত নুসরাত

Share This




রাজীব মুখার্জী, কলকাতা ঃ  সদ্য পার্লামেন্টের এক সদস্য হয়েছেন  নুসরাত। তারপরই তাঁর বিয়ে হল কলকাতা'র এক ব্যবসায়ী'র সাথে। আর এই বছরই মুখ্যমন্ত্রী'র পাশাপাশি  তিনি ও তাঁর স্বামী আমন্ত্রিত  ৪৮ তম ইস্কনের রথের রশি টানের যাত্রায়। এই আমন্ত্রন সাদরেই গ্রহন করেছেন নুসরাত, এমনটাই জানিয়েছেন ইস্কন দাস। এছাড়াও এই অনুষ্ঠানে থাকবেন বহু তারকা।। 






 

No comments:

Post a Comment