আব্রাম এর জন্মদিন পার্টি তে মজলেন তার দাদা ও দিদি। শাহরুখ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন যাতে তার দুই পুত্র ও কন্যা একসাথে জন্মদিন পালন করছেন। ২৭ এ মে আব্রাম এর ৬ তম জন্মদিনে দাদা আরিয়ান খান এর কোলে ও দিদি সুহানা কে পাশে নিয়ে ছবি তোলেন। আরিয়ান এর পরনে ছিল ধূসর রং এর একটি ক্যাজুয়াল টি শার্ট ও সুহানা একটি হালকা ধূসর রং এর জামা পরেছিলেন। উল্লেখ্য আরিয়ান ও সুহানা দুজনেই বর্তমানে বিদেশের ইউনিভার্সিটি তে তাদের পড়াশোনা করছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি তে যোগ দেওয়ার আগে তারা নিজেদের পড়াশোনা করুক এমন ইচ্ছা বাবা শাহরুখ এর।।
My Trio of Sugar & Spice & everything Nice....and oh yeah! Gauri’s too. pic.twitter.com/KwtWYZa51m— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2019
রিপোর্ট ঃ পল্লবী বোস
No comments:
Post a Comment