নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ১৪ই ফ্রেব্রুয়ারি ২০১৯, পুলওয়ামা কান্ড কারোরই অজানা নয়। শহীদ হয়েছিলেন বহু জাওয়ান। শহীদ জাওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করল জিতো। জিতো'র পুরো অর্থ হল জাইন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। সংস্থা'র পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। শহীদ পরিবারগুলি হল মনোরঞ্জন লেনকা, ব্রজ মোহন বেহেরা, ওড়িশা থেকে পি কে সাহু ও মনোজ কুমার বেহেরা, দক্ষিণ ২৪ পরগনা থেকে আশিষ পাত্র,
নির্মল ঘোষ ও মীর মাথুর রহমান মুর্শিদাবাদ থেকে, সঞ্জিত কুমার হরিজন বর্ধমান, হাওড়া থেকে বাবলু সাতরা ও নদিয়া থেকে সুদীপ বিশ্বাস।।
No comments:
Post a Comment