
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গে সাইক্লোন, ঝড়, খরা ও বন্যা প্রায় ফি বছরের সঙ্গী। তার ফলে রাজ্যের উওর বঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কীভাবে এই বিপর্যয় থেকে মোকাবিলা করা হবে? তার ফলে সাধারনের কতটা উপকার হবে? এবং UNISEF কিভাবে এই ক্ষেত্রে সাহায্য করতে পারবে, এই সব নিয়েই সম্প্রতি শহরের এক পাঁচ তারা হোটেল এ হয়ে গেল এক কর্মশালা। কর্মশালাটিতে উপস্থিত ছিলেন UNICEF - এর পশ্চিমবঙ্গের ডিরেক্টর মৌমিতা সহ অনেকেই।।
No comments:
Post a Comment