বহুল মনে মুখার্জী দা'র বৌ'কে পৌছে দিতে স্পেশাল স্ক্রীনিং হয়ে গেল শহরে - Songoti

বহুল মনে মুখার্জী দা'র বৌ'কে পৌছে দিতে স্পেশাল স্ক্রীনিং হয়ে গেল শহরে

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ও পরিচালক পৃথা চক্রবর্তী'র পরিচলনায় মুখার্জী দা'র বৌ, বাংলার ঘরে ঘরে স্ব ইচ্ছাতেই যে স্থান পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে "বাংলা তথা ভারতে'র বাইরে মুখার্জী দা'র বৌ'কে পৌছে দিতে হবে," এই প্রয়াস থেকেই অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিসেস ইন্ডিয়া ২০১১ রিচা শর্মা, ইমরান জাকি, শ্রী লাল ভাটিয়া'র প্রযোজনায় আরও একবার বিশেষ স্ক্রীনিং হয়ে গেল শহরের একটি মাল্টিপ্লেক্সে। বিশেষ স্ক্রীনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্সুলেট, পরিচালক সৃজিত মুখার্জী সহ সমগ্র চলচ্চিত্রের কাস্ট।।

      

No comments:

Post a Comment