 বিশেষ প্রতিবেদন ঃ বিশ্ব কবি, যার নামে বাংলা কবিতা স্থান পেয়েছিল প্রথম বিশ্বের দেশের কাছে তিনিও ত্যাগ করেছিলেন ইংরেজ প্রদত্ত "নাইট হুড" উপাধি। কেটে গেল দীর্ঘ ১০০ বছর, কেন্দ্রে পরিবর্তন ঘটল সরকারের কিন্তু তা ও কোনো সরকারই ব্রিটিশ সরকারের কাছে লিখিত কোনো নথি চান নি ব্রিটিশ সরকারের কাছে। ১৯১৯ সালে ১৩ই এপ্রিল হেলায় চলে গেল প্রায় ২০০০ নর - নারী - শিশু'র প্রান। হরো ইস্ট লন্ডনে'র এম. পি. বব ব্ল্যাক্ম্যানের দাবিতে প্রায় ৮০ জন এম. পি.'র সমর্থনে লন্ডনের পার্লামেন্টে ব্রিটিশ সরকার ১৯১৯ এর জালিয়ানা হত্যাকান্ড নিয়ে দুঃখ প্রকাশ করলেন। জানালেন, "We deeply regret what happened and the suffering caused."
বিশেষ প্রতিবেদন ঃ বিশ্ব কবি, যার নামে বাংলা কবিতা স্থান পেয়েছিল প্রথম বিশ্বের দেশের কাছে তিনিও ত্যাগ করেছিলেন ইংরেজ প্রদত্ত "নাইট হুড" উপাধি। কেটে গেল দীর্ঘ ১০০ বছর, কেন্দ্রে পরিবর্তন ঘটল সরকারের কিন্তু তা ও কোনো সরকারই ব্রিটিশ সরকারের কাছে লিখিত কোনো নথি চান নি ব্রিটিশ সরকারের কাছে। ১৯১৯ সালে ১৩ই এপ্রিল হেলায় চলে গেল প্রায় ২০০০ নর - নারী - শিশু'র প্রান। হরো ইস্ট লন্ডনে'র এম. পি. বব ব্ল্যাক্ম্যানের দাবিতে প্রায় ৮০ জন এম. পি.'র সমর্থনে লন্ডনের পার্লামেন্টে ব্রিটিশ সরকার ১৯১৯ এর জালিয়ানা হত্যাকান্ড নিয়ে দুঃখ প্রকাশ করলেন। জানালেন, "We deeply regret what happened and the suffering caused." 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment