নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ জনস্বার্থ বার্তা ইতি মধ্যেই আধুনিক সংবাদ জগতে এক অন্যতম নজির গড়ছে শহরে। জনস্বার্থ বার্তার নিজস্ব প্রকাশনা সংস্থা থেকে এই বছর আন্তর্জাতিক কলকাতা
বইমেলায় চন্দ্রশেখর ভট্টাচার্যের পুরস্কার প্রাপ্ত বই মুসলমানের দূর্গাপূজো'র দ্বিতীয় সংস্করন, দূর্গেশনন্দিনীর সন্ধানে ও অন্যান্য বই সহ প্রকাশিত হল বাগডোগরার বাসিন্দা স্বরজিৎ বালা'র প্রথম গীতি কবিতা'র বই মেঘ হয়ে এসো তুমি। সম্পূর্ন বইটি প্রকাশিত হয় লেখক তথা সাংবাদিক চন্দ্রশেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে। গত ১০ ই ফেব্রুযায়ী প্রকাশিত জনস্বার্থ বার্তা'র স্টলের সামনেই মোড়ক উদ্বোধন হল মেঘ হয়ে এসো তুমি'র। উদ্বোধন মূহুর্তে উপস্থিত ছিলেন লেখক মনোরঞ্জন ব্যাপারী, জনস্বার্থ প্রকাশনের সম্পাদক হিমাংশু হালদার, সুইডেন প্রবাসী বাংলাদেশের লেখিকা তাসলিমা মুন শেখ, চন্দ্রশেখর ভট্টাচার্য সহও অনেকেই।।
No comments:
Post a Comment