দেবাশিস ঘোষ , চাঁচল : মালদহের চাঁচলে অনুষ্ঠিত হল পৌষালি মেলা । রবিবার সন্ধ্যায় এনএস রোডে ঘন্টা দুয়েকের জন্য আয়োজিত এই উৎসব ঘিরে মেতে উঠলেন স্থানীয়রা । জানা গেছে, স্থানীয় গৃহবধূরাই উদ্যোগ নিয়ে এ মেলার আয়োজন করেন । মেলায় ছিল দুধ পিঠা , পাটিসাপটা মালপোয়া , চিতই পিঠা , ভাপা পিঠা , মিষ্টি আলুর পান্তুয়া , নলেন গুড়ের পায়েসসহ চাট ঘুগনি । উদ্যোক্তারা জানান, বাঙালিয়ানা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা রাখি তালুকদার বলেন ," আমরা প্রায় সবাই ফাস্টফুডের দিকেই এগিয়ে যাচ্ছি। খুব সহজেই বাড়িতেও তৈরি করা যায় বিভিন্ন ধরনের উপাদেয় খাবার । সকলের কাছে এই ভাবনাটাকে পৌঁছে দেওয়ার জন্যই এই ধরণের মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।" সপরিবারে মেলায় ঘুর়তে এসেছিলেন সোমা ভট্টাচার্য্য । তিনি বলেন , " সপরিবারে আমরা এখানে এসেছি ।খুব ভালো লাগছে । "
No comments:
Post a Comment