মাত্র ১ হাজার টাকায় এক লক্ষ টাকার উপহার দেবে গিল্ড - Songoti

মাত্র ১ হাজার টাকায় এক লক্ষ টাকার উপহার দেবে গিল্ড

Share This


নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ হাতে বাকি নেই ৭২ ঘন্টা, তাঁর আগেই সল্টলেক সেন্ট্রাল পার্কে পাবলিশার্স ও বুক সেলার গিল্ডের পক্ষ থেকে হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠানের ইতিবৃত্ত বর্ননা। জানা গেছে মোট ৯ টি গেটের মধ্যে ৬ টি গেট অর্থাৎ গেট নং ১ এ সম্প্রীতি, গেট নং ২ নামাঙ্কিত হবে রামাপদ চৌধুরী ও বেলাল চৌধুরী নামে, গেট নং ৪ এ তৈরী হবে আর্চ অফ সান্টা ক্যাটালিনা'র রেপ্লিকা, গেট নং ৫ এ  তৈরী হবে ন্যাশনাল মিউসিয়াম অফ মর্ডান আর্ট কার্লোস মেরিদা'র রেপ্লিকা, গেট নং ৬ এ  তৈরী হবে বিশ্ব বাংলা গেট নামে এবং গেট নং ৯ এ  তৈরী হবে শান্তিনিকেতনের কলাভবনের ১০০ বছর পূর্তির কারনে কলাভবন'এর আদলে।  পাঠক ও আগতদের সুরক্ষা'র স্বার্থে  দক্ষ দমকল বাহিনী সহ সিসিটিভি ক্যামেরা, ম্যান কাউন্টিং মেশিন থাকবে বলে জানিয়েছেন সেক্রেটারী।।

           
                         আর্চ অফ সান্টা ক্যাটালিনা
মিউসিয়াম অফ মর্ডান আর্ট কার্লোস মেরিদা
   

   
           
              বিশ্ব বাংলা গেট

শান্তিনিকেতনের কলাভবন

       
       প্রতিবছরই গ্লিডের পক্ষ থেকে পাঠকদের জন্য থাকে লটারি'র সুযোগ। তবে এবছর এই লটারি খেলায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন গ্লিড সেক্রেটারী ত্রিদ্বীপ চ্যাটার্জী। তিনি জানিয়েছেন, মূলত বইকে মানুষের ঘরে পৌছে দেওয়ার জন্যই এই ভাবনা গিল্ডের। মোট ১ হাজার টাকা'র বই কিনলে একটি কুপন দেওয়া হবে সেই কুপনের ভিত্তিতে লটারি হবে এবং লটারি'র পুরষ্কার বাবদ থাকছে মোট ১ লক্ষ টাকার বই সমেত আলমারী। যদিও বইগুলি সবই পাঠকের পছন্দ অনুযায়ী হবে। তাই এই বছর বই মেলা'র লটারী খেলার ট্যাগ লাইন "বই কিনুন, লাইব্রেরী গড়ুন"। মোট ৩ দিন অন্তর অন্তর লটারী খেলা হবে ও মোট ৪ জন বিজেতা'র হাতে তুলে দেওয়া হবে উপহার।।

No comments:

Post a Comment