আড্ডা টাইমসের নতুন প্রযোজনা দ্য সেনাপতিস - Songoti

আড্ডা টাইমসের নতুন প্রযোজনা দ্য সেনাপতিস

Share This
গোপাল দেবনাথ, কলকাতাঃ আড্ডাটাইমসের প্রধান রাজীব মেহেরার প্রযোজনায় মোবাইল স্ক্রীনে আড্ডাটাইমসের অ্যাপে ১লা ফেব্রুয়ারী স্ট্রিমিং হতে চলেছে অরিজিনাল ওয়েব সিরিজ "দ‍্য সেনাপতিস"। বাংলাদেশের ৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক রিফিউজি পরিবার বর্ডার পেরিয়ে পশ্চিমবাংলায় প্রবেশ  করে বেছে নিল স্থায়ী বসতি নিষিদ্ধপল্লীর অন্দরে। বাঁচতে ও বাঁচাতে বাংলাদেশের দেবেন কিশোর সাউ হয়ে উঠলেন বীরভূম জেলার তারাপীঠৈর দেবেন সেনাপতি,  জন্ম নিল বাংলার প্রথম গ্যাংলর্ড পরিবার। এই ইতিহাস নিয়েই তৈরি "দ্য সেনাপতিস"। মূলতঃ পশ্চিমবাংলা ও তার পড়শি রাজ‍্যে ১৯৭১ থেকে ১৯৮৪ সালের ঘটে যাওয়া অন্ধকার জগতের ইতিবৃত্তের সাক্ষী আড্ডাটাইমসের "দ‍্য সেনাপতিস" । "দ্য সেনাপতিস" দু'টি অধ্যায়ের আটটি পর্বে তৈরী হবে। আপাতত প্রথম অধ্যায়ের চারটি পর্ব ওয়েব দুনিয়ার দর্শকের বিনোদনের জন‍্য প্রস্তুত বলে জানিয়েছেন গবেষক,গল্পকার তথা পরিচালক রিংগো। "দ্য সেনাপতিস" ওয়েব সিরিজে অভিনয় করেছেন শুভজিৎ, প্রিয়ম, জয়, চিরদীপ, চিরঞ্জীব, গোপা নন্দী সহ বহু নবাগত ও নবাগতা।।
 

No comments:

Post a Comment