গোপাল দেবনাথ, কলকাতাঃ আপনি কী ইন্ডোর বা আউটডোর খেলোয়ার ? মনের মতো গার্মেন্টস বা খেলার সরঞ্জাম পাচ্ছেন না!! শহরে আপনার জন্য এলো আন্তর্জাতিক খেলার সরঞ্জামের আউটলেট ডেকাথলন। হ্যাঁ তাঁর মধ্যে আপনার পছন্দের কোনো উপকরন হয়ত বিদেশের মাটিতে ম্যানুফ্যাকচার। কলকাতা'র সল্টলেক সেক্টর ফাইভে এর আউটলেট। "একটা ছাদের নীচে অনেক গুলো স্পোর্টস উপকরন পাওয়া যাবে। এছাড়া দু হাজার স্কোয়ার মিটারের আউটলেটে ১৯ টাকা থেকে ৯৫,০০০ টাকা'র বিভিন্ন বয়সী প্রোডাক্ট পাওয়া যাবে "বলে জানিয়েছেন কর্নধার সুকান্ত রায়।।
গোপাল দেবনাথ, কলকাতাঃ আপনি কী ইন্ডোর বা আউটডোর খেলোয়ার ? মনের মতো গার্মেন্টস বা খেলার সরঞ্জাম পাচ্ছেন না!! শহরে আপনার জন্য এলো আন্তর্জাতিক খেলার সরঞ্জামের আউটলেট ডেকাথলন। হ্যাঁ তাঁর মধ্যে আপনার পছন্দের কোনো উপকরন হয়ত বিদেশের মাটিতে ম্যানুফ্যাকচার। কলকাতা'র সল্টলেক সেক্টর ফাইভে এর আউটলেট। "একটা ছাদের নীচে অনেক গুলো স্পোর্টস উপকরন পাওয়া যাবে। এছাড়া দু হাজার স্কোয়ার মিটারের আউটলেটে ১৯ টাকা থেকে ৯৫,০০০ টাকা'র বিভিন্ন বয়সী প্রোডাক্ট পাওয়া যাবে "বলে জানিয়েছেন কর্নধার সুকান্ত রায়।।


No comments:
Post a Comment