

জানা গেছে , দৌড় ও লম্ফন , ডিসকাসসহ ৩৭ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৪০০জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন । প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় । বিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক দেবতনু বসাক জানান , “ প্রতিবছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল । ৩৭টি ইভেন্টে মোট ৪০০জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ।প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে । "
বিদ্যালয়ের টিআইসি মজিবর রহমান বলেন , “ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে। শরীর ও মন সতেজ থাকলে লেখাপড়াও ভালো হয়।।"
No comments:
Post a Comment