![]() |
জন সম্মেলন |
![]() |
পুস্তকের আবরণ উন্মোচন |
দেবস্মিতা ভট্টাচার্য, কলকাতাঃ জনস্বার্থ বার্তা, যুগসাগ্নিক, মউল, পূর্ব-পশ্চিম চারটি সাহিত্য পত্রিকার পরিচালনায় শুরু হলও আন্তর্জাতিক কবিতা উৎসব। কেবল কবিতাতেই থেমে ছিল এই অনুষ্ঠান তা নয়, ছিল গান ও গল্পের ভরপুর মজা। পশ্চিমবঙ্গ
কবিতা একাডেমী থেকে বাংলা একাডেমী পর্যন্ত মঙ্গল শোভা যাত্রা দিয়ে সূচনা ঘটে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অন্তর্দেশীয় রাজ্যবাসী সহ বাংলাদেশের কবি সাহিত্যিকেরা, তাঁর মধ্যে বাদ পড়লেন না রুকসানা কাজলও এবং বাচিক শিল্পী রুবিনা আজাদ। ছিলেন কবি সুবোধ সরকার, কৃষ্ণা বসু, অরুন চক্রবর্তী সহ প্রায় শতাধিক কবিতা প্রেমী প্রান।।
![]() |
রুকসানা কাজলকে বরন |
No comments:
Post a Comment