৭ দিনেরও অধিক, অনশনে অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের চার কর্মী - Songoti

৭ দিনেরও অধিক, অনশনে অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের চার কর্মী

Share This

মানসী দাস, কলকাতাঃ ২ রা নভেম্বর ২০১৮ পরিবার সহও অভুক্ত কর্মচারীরা একদিনের অনশন করেন তাতেও কর্তৃপক্ষের টনক না নড়তে গত ১৯ শে নভেম্বর ২০১৮ থেকে আজ ৫ দিন তারা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের গেটের সামনে যতক্ষন তাদের দাবী পূরন না হচ্ছে, মিউসিয়ামের অমূল্য সম্পদ এবং কোটি কোটি টাকার ছবি সুরক্ষিত না থাকছে, ৮১ তম বার্ষিক প্রদর্শনীর পুরষ্কার প্রাপকদের বকেয়া (কোর্টের অর্ডার পাওয়া সত্ত্বেও) না পাওয়া পর্যন্ত তারা আমরন অনশনের পথ বেছেছেন। তাদের এই দাবী ন্যায্য বলে স্বীকৃতি দেন বহু নাট্য ব্যক্তিত্ব এবং চিত্র শিল্পী।। 

     বর্ষীযান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ থাকার জন্য যখন অ্যাকাডেমি থেকে পুরষ্কার নিয়ে বেরোছিলেন অনশ্ন মঞ্চের সামনে গাড়ি থামিয়ে অনশনকারীদের উদ্দ্যেশে জানান “আমার সমর্থন আছে।অ্যাকাডেমিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই, আমার নাম তোমরা ব্যাবহার করতে পার।(গাড়িতে বসেই বলেছেন, অসুস্ততার কারনে তিনি গাড়ি থেকে নামতে পারেনি), পাশে আছেন দেবশংকর হালদার, চন্দন সেন(বড়), চন্দন সেন (ছোটো), রজতাভ দত্ত (রনি), সুমন মুখোপাধ্যায় (লাল), সুজন মুখোপাধ্যায় (নীল), সুদীপা, শান্তিলাল মুখোপাধ্যায়, একুশ শতক, দৃশ্যপাট, তিমির চক্রবর্তী(বালি নাট্য সংস্থা)।।
       
চিত্র শিল্পী হিসেবে অনশনকারীদের পাশে পেয়েছেন যোগেন চৌধুরী , রবিন মন্ডল, লালুপ্রসাদ সাউ, নিরঞ্জন প্রধান, সুব্রত গঙ্গোপাধ্যায়, তপন মিত্র, বিপ্লব দলাই, মলয় দাস, ছত্রপতি দত্ত, সুব্রত ঘোষ প্রমুখ।।  

No comments:

Post a Comment