অস্থি ও অস্থি সন্ধি যত্নে জে. বি. সি. এইচ - Songoti

অস্থি ও অস্থি সন্ধি যত্নে জে. বি. সি. এইচ

Share This
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কলকাতা'র মূলত হাটু পরিবর্তনের স্থান হিসেবে বিগত কয়েক বছরে Joint & Bone Care Hospital (JBCH - DD - 35, Sector 1, Salt Lake City, Kolkata 700064) এর ব্যাপ্ততা বেড়েছে। সম্প্রতি সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে Joint & Bone Care 

খড়গপুর আই. আই. টি'র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে JBCH চুক্তিবদ্ধ
Hospital (JBCH) এর উদ্যোগে অর্থোপেডিক সচেতনতা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা 

হয়। JBCH এর প্রধান ডঃ জয়দীপ ব্যনার্জী চৌধুরী জানিয়েছেন  "শহরের অন্যান্য চলতি  হসপিটালের 

থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কমে আমরা এই সার্জারী করতে পারছি, তবে এটা সম্পূর্ন প্যাকেজ পদ্ধতিতে।

                                   

এছাড়াও আমাদের অ্যাকাডেমিতে(JBCH) সম্পূর্ন অত্যাধুনিক  পদ্ধিতে আমরা সার্জারী'র চেষ্টা করি, 

ভবিষ্যতে যাতে আমরা আরও সফলভাবে সুযোগ্য যন্ত্রাংশের সাহায্যে অপেরাশন করতে পারি তাই খড়গপুর 

আই. আই. টি'র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে JBCH চুক্তিবদ্ধ হয়েছি"। সেমিনারটিতে অতিথি 

আসনে উপস্থিত ছিলেন মোহন বাগানের ফুটবলার রামিরেজ বরেটো সহ তুলসি সিনহা রয় (কাউন্সিলর, 

বিধাননগর পৌর কর্পোরেশন), মিসেস পৃথা সরকার (কমিশনার, বিধাননগর পৌর কর্পোরেশন)।।


             

No comments:

Post a Comment