অরিত্রি - সত্য়রূপের পাশে হোয়াও মোমো - Songoti

অরিত্রি - সত্য়রূপের পাশে হোয়াও মোমো

Share This

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ব্যাঙ্কে দেনা লক্ষাধিক, কেউ কেউ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০১৮'র দুয়ার থেকে ফিরে এসেছে তবুও তারা ছাড়েনি লড়াই করা। প্রতিভা'র পতন নয়, প্রতিভা'র উত্থান, এই মন্ত্রকে সাগ্রেত করে হোয়াও মোমো দাড়িয়েছেন তাদের পাশে। তারা হলেন ক্যারাটে খেলোয়ার অরিত্রি দে, পর্বতারোহী সত্য়রূপ সিদ্ধান্ত।।



No comments:

Post a Comment