গুনে গুনে দু - একদিন বাকি পূজোর...... তারই মাঝে পেন ধরলেন অভিনেতা সন্দীপ চক্রবর্তী - Songoti

গুনে গুনে দু - একদিন বাকি পূজোর...... তারই মাঝে পেন ধরলেন অভিনেতা সন্দীপ চক্রবর্তী

Share This
পূজার মরশুমে বাঙালিরা আর কলকাতার পথের মধ্যে একটা চুম্বক শক্তির নিদর্শন পাওয়া যায়। যে শক্তি আদ্যাশক্তি'র অগ্রগতিতে ক্রমশ বৃদ্ধি পায়। পূজোর ওই চারটি দিন তো বঙ্গ চরনে ঘোড়ার জিন। ছেলে, বুড়ো, মাশিমা, লোলোনা, কেউই আর ল্যাদের দ্বারা লালাইতো হন না। একেবারে নিম্নে উতলা ধরনীতল! শুধু উর্ধ্ব গগনে মাদলটা না বাজলেই যা বাচোয়া। আবহাওয়া দপ্তরের হুমকি বজ্র - বিদ্যুৎ সহ তিতলী। আজকের কাগজেও মুদ্রিতো। অবশ্য এটা ওদের মুদ্রা - দোষে দাড়িয়েছে। কথায় কথায় নিম্নচাপের নিদান হাঁকা। যাই হক, ঝুঁকি টা নিলাম না। বৃষ্টি বাবজির কাছে আবেদন টা করেই রেখেছি।।




  বাঙ্গলীর রস বোধের খ্যাতি সারা বিশ্বে। সেই রসবোধের একটি অভিব্যাক্তি অবশ্যই রসনার রসিকতায়। আমরা সহজেই ছেড়ে দেওয়ায় বান্দা নই। আদী চৈনিক নুডলস এর ভাবলেশ হীনতায় হেনেছি তেল-মশলার বাঙ্গালী পেটো। যা খেয়ে বিশুদ্ধ চিনেরা অবশ্যই পঞ্চত্ব পাবে। ও জিনিষ হজম করার শক্তি ওদের নেই। তবে আমরা হলাম গিয়ে স্বয়ং রণচন্ডী'র ছানাপনা। প্রতিবাদের ভাষা আমাদের রক্তে। তাই উদরের তুচ্ছ প্রতিবাদে আমাদের থড়াই কেয়ার। পুজোর সময় তো অতি অবিশ্যি। তাছাড়া মায়ের স্নেহধন্য অ্যান্টাসিডের রোক্ষা কবচ তো সবার পকেটেই বিরাজমান।
   মায়ের আগমনের আনন্দে মা সরস্বতীর ছিটে ফোটা আশীর্বাদে নিজেকে ধন্য মনে করে গিটার হাতে এই দুঃসাহস করেই ফেললাম -




সবার পূজো ভালো কাটুক

No comments:

Post a Comment