অভিনব উদ্যোগ : প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান - Songoti

অভিনব উদ্যোগ : প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল : প্রতিষ্ঠা দিবস পালনে অভিনব এক উদ্যোগ নিলেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা চক্রের বেনিয়াটোলা প্রাথমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। কর্তৃপক্ষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত স্কাউটস অ্যাণ্ড গাইডস , মালদহ
 জেলা শাখার কর্মীরা। জানা গেছে , ওই শিবিরে এইদিন ৫ জন মহিলা সহ ৩৯ জন রক্তদান করেন। এই উপলক্ষে  সেখানে ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ , বিদ্যালয়ের সম্পাদক অমূল্যভূষণ সিংহ , প্রধান শিক্ষক প্রণয়কান্তি সরকার , বিশিষ্ট সমাজসেবী কামিনী রঞ্জন বালা ,অসীম রায় , ভারত স্কাউটস অ্যাণ্ড গাইডস , মালদহ জেলা শাখার রক্তদান কমিটির আহ্বায়ক ও রক্তদান আন্দোলনের সংগঠক অনিল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা রক্তদাতাদের উদ্বুগ্ধ করেন। শিবিরের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয়কান্তি সরকার রক্তদাতাসহ সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। তাঁর কথায় , “ রক্ত জীবন দান করতে পারে। আসুন রক্ত দিই , জীবন বাঁচাই। সামাজিক এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।”

No comments:

Post a Comment