দেবাশিস ঘোষ , চাঁচল : আজ শিক্ষক দিবস। স্মরণীয় এইদিনটিতে মালদহের ৩ টি বিদ্যালয়ে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আয়োজক কর্তৃপক্ষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্কাউটস অ্যান্ড গাইড , মালদহ শাখা। হবিবপুর ব্লকের দাল্লার চন্দ্রমোহন বিদ্যামন্দির ও পাকুয়াহাটের যদুনাথ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান ও থ্যালাসেমিয়া রোগ নিয়ে আলোচনা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জানা গেছে , চন্দ্রমোহন বিদ্যামন্দিরে ৬৩ জন রক্তদান করেন।
অন্যদিকে যদুনাথ বালিকা বিদ্যালয়ে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা ও সচেতনতা শিবির হয়। জানা গেছে , সেখানে ১১২ জনের বাহক নির্ণয় পরীক্ষা করা হয়। কালিয়াচক - ২ ব্লকের মোথাবাড়ি হাইস্কুলেও এইদিন রক্তদান শিবির হয়। জানা গেছে , এইদিন সেখানে ৮০ জন রক্তদান করেন। বিদ্যালয়ের মিড ডে মিলের সঙ্গে যুক্ত সেলফ - হেলপ গ্রুপের দুই কর্মীও রক্তদান করেন। শিক্ষক - শিক্ষিকা , শিক্ষাকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়াও মিলেছে। উল্লেখ্য , রক্তদান সম্পর্কে ভুল ধারণা ও অহেতুক ভীতি দূর করতে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ শিবিরও গত ৩০ শে আগস্ট ওই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কাউটস অ্যান্ড গাইডের নিরঞ্জন প্রামাণিক , দিথিপিয়া বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরাও এইদিন সেখানে উপস্থিত থেকে শিবির পরিচালনায় সহযোগিতা করেন। গাইডের পক্ষে নিরঞ্জন প্রামাণিক বলেন , " সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রবণতা বাড়াতে এই ধরণের উদ্যোগ খুবই জরুরি।" রক্তদাতা সহ সকলকে অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায়। স্কাউটস অ্যান্ড গাইডস , মালদহ শাখার কর্মীদেরও তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন , " সচেতনতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে স্মরণীয় দিনটিতে বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। রক্তদাতা সহ সকলকে জানাই অভিনন্দন। স্কাউটস অ্যান্ড গাইডস , মালদহ শাখার কর্মীদেরও ধন্যবাদ জানাই। তাঁরাও সহযোগিতা করেছেন।"
No comments:
Post a Comment