দেবাশিস ঘোষ , চাঁচল : পবিত্র মহরম উপলক্ষে মালদহের চাঁচল থানা মহরম পরিচালনা কমিটি ও চাঁচল মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে ও আলি ইসলাহ ট্রাস্টের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী উৎসব। কাজী নজরুল বাস টার্মিনাস চত্বরে প্রশাসনিক মঞ্চে এই অনুষ্ঠানটি হয়। প্রশাসনিক কর্তা, জন প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মহরম কমিটির কর্মকর্তা ও সদস্যরা
এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার। জানা গেছে , মোট ৫ টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ দল হিসেবে পুরস্কার পেয়েছে বারোগাছিয়া মহরম কমিটি। শ্রেষ্ঠ তাজিয়া ও সামাজিক বার্তার জন্য পুরস্কৃত হয়েছে নজরুল পল্লী মহরম কমিটি। সুষ্ঠু দল পরিচালনার জন্য পুরস্কৃত হয়েছে হবিনগর নেতাজি ক্লাব মহরম কমিটি। আর শান্তি শৃঙ্খলার জন্য কলিগ্রামের মহরম কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। কবি কাজী নজরুলের অনবদ্য সৃষ্টি "মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান" সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগীত পরিবেশন করেন চাঁচল সিদ্ধেশ্বরী ইনিস্টিটিউশনের দুই ছাত্র সৈয়দ সোহান আলি ও অভিজিৎ দাস। চাঁচলের এসডিও সব্যসাচী রায় বলেন , "এইধরণের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই"। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকারও বলেন , "আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা রাখব আগামীতেও ধারাবাহিকতা বজায় থাকবে"। চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন "সুষ্ঠুভাবে মহরম উদযাপিত হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই"। পুরস্কার বিতরণীর শেষে চাঁচল থানা মহরম কমিটির সভাপতি তথা চাঁচল থানার আই সি সুকুমার মিশ্র সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।।
No comments:
Post a Comment