উপহার ২৮ কোটি, পুজোকমিটির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর - Songoti

উপহার ২৮ কোটি, পুজোকমিটির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Share This
পায়েল পাল, কলকাতাঃ  দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন এবারের বিসর্জনের তারিখ ও এ বছর রেড রোডে কার্নিভ্যালের পরিকল্পনাও। পুজো কমিটিগুলির থেকে কোনও লাইসেন্স ফি নেওয়া হবে না বলে 

প্রথমেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়ে দেন, ২৮ হাজার দুর্গাপুজো কমিটিকে মোট ২৮ কোটি টাকা ‘উপহার’ দেওয়া হবে। জেলার ২৫ হাজার পুজোকে সরকারে দেবে ১০ হাজার টাকা করে। শহরের ৩ হাজার পুজোকেও দেওয়া হবে ১০ হাজার টাকা করে। কলকাতা পুরসভার অধীন ১৪৪টি ওয়ার্ডের পুজো কমিটিগুলিকেও দেওয়া হবে ১০ হাজার টাকা করে। এবার ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। ২৩ তারিখ রেড রোডে রাজ্য সরকারের আয়োজনে হবে কার্নিভ্যাল। তবে আগের বার ৫০টি পুজো কমিটি এই কার্নিভালে জায়গা পেলেও, এবার আরও ২৫টি বেশি পুজো কমিটি জায়গা পাবে সেই কার্নিভালে।মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, কেউ টাকা দিয়ে পুজো কমিটিগুলিকে কিনতে এলে উদ্যোক্তারা তা যেন না হতে দেন। কোনও গোলমালও কেউ যাতে না বাধাতে পারে, তার জন্যও পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।।

No comments:

Post a Comment