বাঁদরের দল কেন্দ্রের ভিতরে ঢুকে নষ্ট করছে চাল, ডাল সহ যাবতীয় জিনিসপত্র - Songoti

বাঁদরের দল কেন্দ্রের ভিতরে ঢুকে নষ্ট করছে চাল, ডাল সহ যাবতীয় জিনিসপত্র

Share This

ভাস্কর বাগচি, জলপাইগুড়িঃ  মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের বাতাবাড়ি শালবনি এস এস কে অঙ্গনওয়ারি কেন্দ্রে বাঁদরের দল কেন্দ্রের ভিতরে ঢুকে নষ্ট করছে চাল, ডাল সহ যাবতীয় জিনিসপত্র।রীতিমতো বাদরদের আড্ডার ঘরে পরিণত হয়েছে কেন্দ্রটি।আতংকে কেন্দ্রের ভিতরে

ঢুকতে সাহস পাচ্ছে না কর্মীরা।বাধ্য হয়ে কেন্দ্রটি বন্ধ রেখে মাঠে বসে শিশু ও মায়েদের নিয়ে যাবতীয় কাজ করছে কর্মীরা। কর্মীরা লিখিত ভাবে প্রধান ও সি ডি পি ও কে জানিয়েছেন।জানা যায়,খরিয়ার বন্দর জঙ্গল লাগোয়া ১৪৫ নাম্বার ওই অঙ্গনওয়ারি কেন্দ্রটিতে গত কয়েকদিন ধরেই ২০-২৫ টি বাঁদরের একটি দল তান্ডন চালাচ্ছে।কেন্দ্রের ভিতরে ঢুকে সাবার করছে চাল,ডাল সহ যাবতীয় জিনিস।নোংরা করে রাখছে।বাঁদরের আড্ডার ঘরে পরিণত হয়েছে কেন্দ্রটি।গত দুদিন ধরে বাঁদরের তান্ডব ভয়াবহ আকার নিয়েছে।বাধ্য হয়ে মঙ্গলবার কেন্দ্র টি বন্ধ রেখে মাঠেই বাচ্ছা ও মায়েদের নিয়ে কাজ করেন কর্মীরা।কেন্দ্রটির কর্মী কল্পনা কামী,দীপালি রায় বলেনগত কয়েকদিন ধরেই বাঁদরের উৎপাত ভয়াবহ আকার নিয়েছে।আতংকে শিশু ও মায়েদের নিয়ে কেন্দ্রের ভিতরে যেতে পারছি না।বাধ্য হয়ে এদিন মাঠেই কাজ করা হয়।একজনের বাড়িতে রান্না করে বাচ্ছাদের খাবার দেওয়া হয়।,বিষয়টি আমরা প্রধান ও সি ডি পি কে লিখিত ভাবে জানিয়েছি।আতঙ্কে রয়েছেন মায়েরাও।বাচ্ছাদের নিয়ে ওই কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন তারা।বাঁদরের উৎপাত বন্ধ করতে প্রাসাসন কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।প্রধান শেলী বেগম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি বনবিভাগ কে জানানো হবে।(এনএ )


No comments:

Post a Comment