প্রকাশিত হল কিশোর কুমার জুনিয়রের টিসার - Songoti

প্রকাশিত হল কিশোর কুমার জুনিয়রের টিসার

Share This

স্বর্নালী রায়, কলকাতা ঃ কিশোর কুমার, যার গান শুনলে আজও জেগে ওঠে সম্পূর্ন ভারতবর্ষ। তাঁরই স্মরণে, তাঁকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে তৈরী হয় কিশোর কন্ঠী। যারা কিশোর কুমারের নাম সামনে রেখে নিজেদের নাম রাখে পিছনে। এই নিয়েই পূজোতেই ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায়,  কৌশিক গাঙ্গুলী'র পরিচালনায় এবং প্রসেনজিত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, লামা হালদার সহ নানাবিধ অভিনেতা - অভিনেত্রীদের সম্ভার নিয়ে আসতে চলেছে কিশোর কুমার জুনিয়র। সম্প্রতি প্রকাশ পেয়েছে  কিশোর কুমার জুনিয়রের টিসার। নিচে রইল তার লিঙ্ক - 

          

No comments:

Post a Comment