বার্তা প্রতিবেদন, কলকাতা ঃ বি এন আই হল একটি নেটওয়ার্ক বিজনেস সংস্থা, যা ১৯৮৫ সালে ডঃ ইভান মিসারের হাত ধরে পথ চলা শুরু।
সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে সংস্থার ডিরেক্টর বিমল সামল, রাহুল আগারওয়াল ও রাহুল মহতা জানান যে মূলত অনেকগুলো ব্যবসায়ীক সংস্থাকে একছাদের তলায় একত্রিত করে তাদের ব্যবসাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা বিঞ্জাপনের মাধ্যমে তাদের ব্যবসার গ্রোথকে বৃদ্ধি প্রাপ্ত করাই বি এন আই এর মূল উদ্দেশ্য।বার্ষিক সদস্য অনুদান মাত্র ৩৫০০০ টাকা । সম্পূর্ন বিশ্বে ৭২ টি ব্রাঞ্চ আছে, যার মধ্যে রিজিয়ন রয়েছেন ৮,৫৪০ এবং সারা বিশ্বে এদের সদস্য সংখ্যা ২,৩০,০০০ জন, যার মধ্যে বর্তমান ১০,০০০ সদস্যই হল কলকাতার।।
No comments:
Post a Comment