বার্তা প্রতিবেদন, কলকাতাঃ কলকাতা ময়দান মানেই ফুটবল। আর এই ফুটবলকে কেন্দ্র করেই শহরে থাকে প্রবল উৎসাহ ও উন্মাদনা। রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেছে জুলাই মাসে। কিন্তু কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের সানের মাঠে আবার যেন রাশিয়া বিশ্বকাপের ছবি ফুটে উঠল। ‘আমরা সবাই ভাই ভাই’
ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন ক্লাব তাদের প্রিয় জাতীয় দলের নাম ব্যবহার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতাটি ছিল দু’দিনের নক আউট প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করা ক্লাবগুলি তাদের দলে পাঁচ জন করে প্রতিনিধি নির্বাচন করেছিল। খেলার সময় ১০ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে ধার্য করা হয়েছিল। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মানসিক, নৈতিক, চারিত্রিক ও শারীরিক দিক থেকে সবল করে তোলা। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারকনাথ চট্টোপাধ্যায়। এই দু’দিনের নক আউট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৪টি ক্লাব। এদের মধ্যে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পর্তুগাল, মেক্সিকো, গ্রিস, ইরান, ইংল্যান্ড, সুইডেন, জাপান ও ঘানা। শেষ পর্যন্ত ফাইনালে খেলার ছাড়পত্র সংগ্রহ করে গ্রিস ও ঘানা। ফাইনালে ঘানাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রিস। ফাইনালের সেরা হন মিলন সরকার।।
No comments:
Post a Comment