জন্মদিনের কালিকাপ্রসাদ দোহারের বিশেষ অনুষ্ঠান - Songoti

জন্মদিনের কালিকাপ্রসাদ দোহারের বিশেষ অনুষ্ঠান

Share This
পায়েল পাল, কলকাতাঃ ১১ই সেপ্টেম্বর, বাংলা লোক সংগীতের এক অন্যতম নবজাগরক স্বর্গীয় কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন। জন্মদিনের কালিকাপ্রসাদকে শ্রদ্ধা ও ভালোবাসা প্রদানের জন্য দোহারের আয়োজনে আগামী ৯ ও ১১ই সেপ্টেম্বর পি সি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। ৯ ই সেপ্টেম্বর
অনুষ্ঠিত হতে চলেছে লোকসংস্কৃতির দ্বিতীয়  কর্মশালাটি। এবারের বিষয়, বাংলার আদি সংগীত - কীর্তন। প্রশিক্ষকরূপে উপস্থিত থাকবেন শিল্পী, অধ্যাপক শ্রী সুমন ভট্টাচার্য এবং ১১ই সেপ্টেম্বর দোহারের শিল্পীরা পরিবেশন করবেন কালিকাপ্রসাদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত লোকবাদ্যের অনুষ্ঠান, লোকধ্বনি, থাকবেন শ্রী সুমন ভট্টাচার্যের কীর্তন এবং অবশ্যই কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের সংগীত পরিবেশন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শহরের শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সূচী জানিয়েছেন দোহার সদস্য, সূচী নিম্নে - 

: অনুষ্ঠান সূচী :
৯ সেপ্টেম্বর ২০১৮
রেজিস্ট্রেশন - সকাল ৯:৩০
কর্মশালা - সকাল ১১টা থেকে বিকেল ৪টে (বিরতি সহ)

১১ সেপ্টেম্বর  ২০১৮
মহরা - বিকেল ৩টে থেকে ৫টা (কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে) 
অনুষ্ঠান - সন্ধে ৬টা থেকে রাত ৮টা 

No comments:

Post a Comment