পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ চলতি মাসের শুরু থেকে সাড়ম্বড়ে শুটিং-র কাজ চলেছিল কলকাতা সহ মালদা জেলার বিভিন্ন এলাকায়। মালদা জেলায় শুটিং দেখতে ভীড় জমান আবালবৃদ্ধবনিতা। তুমে দিল্লাগী মিউজিক ভিডিও শুটিং আদতে সফলতা পেয়েছে মালাদার সুপরিচিত অভিনেতা দেবাংশুর জন্যে সে বরাবরই ভালো অভিনয় করে আসছে কিছু দিন মুক্তি পেয়েছে মানওয়ারে স্বল্পদৈর্ঘ্যের ছবি। প্রশংসা ও কুড়িয়েছেন অঢেল। এবার চলতি মাসে কলকাতা সহ মালদা জেলার বিভিন্ন এলাকায় সুন্দর পরিবেশে অনবদ্য গল্পের মিউজিক ভিডিও র শুটিং হয়েছিল যার শুভ মুক্তি হতে চলেছে আগামীকাল অর্থাৎ ২০ আগাষ্ট। ওম প্রোডাকশনের মানওয়ারের পর ২য় নিবেদিত তুমে দিল্লাগী মিউজিক ভিডিও, পরিচালনা ও প্রযোজনায় দেবব্রত সরকার, অভিনয়ে দেবাংশু রায় ও পুনম রানা যিনি দিল্লী থেকে আগত একজন সফল ও সুপরিচিত পেশাগত ভাবে অভিনেত্রী, দুজন শিশু শিল্পী রয়েছেন তারা হলেন মালদার সৃজিতা ও রিক তাদের অনবদ্য অভিনয়ে মুগ্ধ পরিচালক থেকে শুরু করে প্রোডাকশনের সকলেই। তুমে দিল্লাগী মিউজিক ভিডিও র গানটি কোরিয়োগ্রাফী করেছেন সুব্রত রায় , গানটি গেয়েছেন কলকাতার স্বনামধন্য গায়ক কেশব দাস, সমস্ত কাজটির সিনেমাটোগ্রাফী বা ক্যামেরায় রয়েছেন পবিত্র দাস। সব মিলিয়ে ওম প্রোডাকশনের পুরো টিম ভীষন খুশি ও আশাবাদী যে দর্শক দর্শকমণ্ডলীদের মিউজিক ভিডিও টি ভালো লাগবে। এই বিষয়ে মিউজিক ভিডিও তুমে দিল্লাগী র প্রধান চরিত্র দেবাংশু রায় জানান, ওম প্রোডাকশনের মানওয়ারের পর আমার ও পুনমের এটি দ্বিতীয় কাজ, প্রচন্ড হাঁড় ভাঙ্গা খাটুনি করে কাজটি করেছে দিন রাত ছিলনা সব সময় শুধুমাত্র একটা ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার জন্য আমরা সকলে টিমের প্রত্যেকে মনযোগ সহকারে কাজ করেছি সবার সহযোগীতা এখানে খুবই গুরুত্বপূর্ন আগামীকাল তুমে দিল্লাগী মিউজিক ভিডিও টির শুভ মুক্তি হতে চলেছে পবিত্র ঈদের আগে সমস্ত দর্শকদের দের জন্য মিউজিক ভিডিওটি উপহার রইলো সবাই আসুন দেখুন আমাদের সাপোর্ট করুন যাতে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি। পাশাপাশি এই ছবির সকলে খুব ভালো কাজ করেছে বিশেষ করে দুই খুদে শিল্পী সৃজিতা ও রিক খুব ভালো অভিনয় করেছে সাথে দিল্লী থেকে আগত পুনমের অভিনয়ও কিন্তু দর্শকমণ্ডলীদের মনে দাগ কেটে যাবে সাথে পুরো মিউজিক ভিডিওটি সফলতা নিয়ে আশাবাদী ওম প্রোডাকশনের সকলে। আগামীকাল তুমে দিল্লাগী মিউজিক ভিডিওটি র শুভ মুক্তির অপেক্ষায় অপেক্ষারত ওম প্রোডাকশনের সকলেই ভীষন উত্তেজিত ঘড়ির দেখে তাকিয়ে রয়েছেন আগামীকালের নতুন সকালের সাথে তুমে দিল্লাগীর কাজের সফলতা নিয়ে।।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment