বার্তা প্রতিবেদন, কলকাতাঃ অন্নহীন মানুষ গুলোর মুখে অন্ন তুলেদেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য গত ১৫ই আগস্ট শিশুকল্যাণ এন.জি.ও উত্তর কলকাতার (কলেজস্ট্রিট , বিবেকানন্দ রোড ,বিধান
সরণি ,অম্হার্স্ট্রিট,শিয়ালদহ ) রাস্তায় নেমেছিল। বেশ কয়েকটি পথ শিশুদের হাতে খাতাবই পেন পেন্সিল তুলেদিয়েছেন তার।এটি করার তাদের প্রধান কারণ ছিল"স্বাধীনতা দিবস এআনন্দে মেতে উঠুক ওরাও" ওদের ও অধিকার আছেবাঁচার ওদের ও অধিকার আছে শিক্ষিত হওয়ার তাই তাদের সামান্য প্রয়াস। প্রায় ৬০০ মানুষকে তারা সেইদিন মুখেঅন্ন তুলে দিতে সক্ষম হয়েছে। এন.জি.ও তৈরীর স্বপ্ন দেখেছিলেন কল্যাণ সাহা নামক এক সাধারণ কলেজপড়ুয়ার মাথায়,সে তারবন্ধুদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে, তার স্বপ্ন ভবিষ্যতে একটি পথ শিশুদের জন্য বিদ্যালয় এবংরাস্তার অবহেলিত পশুদের জন্যএকটি নিরাপদ আশ্রয় স্থানের ব্যবস্থা করা। তার এই কাজের সঙ্গী হলো তৃষিত দত্ত,রাজা গুই,বিকাশ রায়, রোহিত সিং,রাজীব সিনহা,রাজা সাও,পৃথাদত্ত এবং তাদের পাশেপেয়েছে তাদের শিক্ষিকা পূর্ণিমা কুন্ডু|
No comments:
Post a Comment