
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ভাসমান রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন ছবি সাইলেন্ট সিগনেচার ছবির ট্রেলার মুক্তি পেল। পরিচালক রনজিৎ দাসের পরিচালনায় আগামী ২৭ জুলাই মুক্তি পাচ্ছে সাইলেন্ট সিগনেচার। ছবিতে অভিনয় করেছেন মৌবনি সরকার,সুপ্রিয় দত্ত, অরুন ব্যানার্জী, তুলিকা বসু সহ অন্যানরা। সঙ্গীতে গলা মিলিয়েছেন জো-জো,দিব্যেন্দু মূখার্জি।।
No comments:
Post a Comment