
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ কোনরকম বিজ্ঞাপন ছাড়া দেখতে দেখতে আর্য নাচের পৃথিবী ১০ বছরে পদার্পন করল। আর্য নাচের পৃথিবী মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলার সংস্কৃতি তথা ভারতের সংস্কৃতিকে গৌরবের মঞ্চে প্রতিফলিত করে ভারতবাসীর মনে ভারতীয় সংস্কৃতির বীজ বপন করার নিরলস প্রয়াস বিগত বছর গুলিতে দায়িত্বের সাথে পালন করে এসেছি। প্রতি বছরের মত এবছরও ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে আর্য নাচের পৃথিবি পরিচালিত সপ্ত আর্য নৃত্য উৎসব অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে এই সংগঠনের আয়োজক অমিত কুমার জানান আমাদের স্বপ্ন সাধারন নয় অসাধারন নৃত্য শিল্প তৈরী করা। শুধু নৃত্য শিক্ষা নয় ছাত্র ছাত্রীদের সঠিক চরিত্র গঠনে সজাগ প্রহরী। সাংস্কৃতিক কর্মকাণ্ড নয় আর্য নাচের পৃথিবী সারা বছর কোন না কোন সমাজ সেবামূলক কাজ করে অতি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।।
No comments:
Post a Comment