সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ দীর্ঘ ১০০ বছর ধরে ভারত এবং দক্ষিন এশিয়ার বাজার জুড়ে ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য ও সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে নিজেদের ব্যবসা করছে প্যানাসনিক ইণ্ডিয়া। গত ১১ জুলাই ১০০ বছর উদযাপন উপলক্ষ্যে সংস্হার পক্ষ থেকে কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যেমে অত্যাধুনিক
বিভিন্ন দ্রব্য গুলি প্রদর্শন করল। এদিন সংস্হার পক্ষ থেকে ঘোষনা করা হয় অত্যাধুনিক মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, ওয়াশিংমেশিন ক্রেতাদের জন্য বাজারে নিয়ে এল প্যানাসনিক। ১৭টি ওয়াশিংমেশিন এর মডেল, ৪টি রেফ্রিজারেটর এবং ১টি অত্যাধুনিক ইনভার্টার মাইক্রোওয়েভ মডেল প্রদর্শন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংস্হার হোম অ্যাপ্লায়েন্স হেড গৌরব মিনোচা তিনি বলেন,১৮-১৯ চলতি অর্থবর্ষে হোম অ্যাপ্লায়েন্স বাজারে বিক্রির ক্ষেত্রে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসম্পন্ন এই হোম অ্যাপ্লায়েন্স গুলিতে রয়ছে উন্নত ক্ষমতাসম্পন্ন। মিঃ মিনোচা এদিন বলেন,ক্রেতাদের স্বার্থে প্যানাসনিক সর্বদা আধুনিক ও তথ্যপ্রযুক্তি সরঞ্জাম বাজারে প্রস্তুত করে। হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক হিসাবে ডবল ডিজিট মার্কেট শেয়ারের উপর ভিত্তি করে পরিকল্পনা করা।
No comments:
Post a Comment