সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ঔষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এর ক্ষেত্রে অন্যত্তম নাম দেজ মেডিকেল। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়ছে তিদের বিপননি। দীর্ঘ ৪৬ বছর ধরে রোগীদের ক্ষেত্রে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ভরসা হয়ে উঠেছে দেজ মেডিকেল। ১৯০৭ সালে ভূপেন্দ্রনাথ দে প্রচেষ্টায় শুরু হয় পথ চলা,এরপর
বহু চড়াই উতরাই এর পর আজ সুপ্রতিষ্ঠ এই সংস্হা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাজাতি সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দেজ মেডিকেল রিক্রিয়েশন ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দেজ গ্রুপ অফ কোম্পানির কর্ণধার গৌতম দে,রাজ্যের বিদুত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,সাংসদ শান্তুনু সেন সহ অন্যানরা। এই উলক্ষ্যে দেজ মেডিকেলের পক্ষ থেকে সরকারী হাসপাতাল ও রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে ৫টি ট্রলি প্রদান করা হয়। বর্তমানে রাজ্যের ৪টি জায়গায় সংস্হার ঔষুধ তৈরীর ফ্যাক্টরী রয়ছে এবং একটি রয়ছে উত্তরপ্রদেশে।।
No comments:
Post a Comment