কিশোর কুমারকে "ভারতরত্ন" এ্যাওয়ার্ড প্রদানের দাবীতে সাংবাদিক সম্মেলন - Songoti

কিশোর কুমারকে "ভারতরত্ন" এ্যাওয়ার্ড প্রদানের দাবীতে সাংবাদিক সম্মেলন

Share This
ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা : বাংলার একদা কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমারকে তাঁর সুযোগ্য ও প্রাপ্য সম্মান "ভারতরত্ন" এ্যাওয়ার্ড প্রদানের দাবীতে গত ২৭শে জুলাই কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় শালকিয়ার কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল 

এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ললক্ষ্মী রতন শুক্লা, গায়ক গৌতম ঘোষ, গায়িকা ইমন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন প্রেস বিবৃতিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ৪ঠা অগাস্ট দুই শহরের মেলবন্ধনকে অটুট রাখতে এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমার এর জন্ম দিবসকে সামনে রেখে "ভারতরত্ন" প্রদানের দাবীতে কলকাতার ধর্মতলা থেকে হাওড়া সালকিয়ার ধর্মতলা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এক জাক জমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়েছে। সালকিয়ার কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল এ্যাসোসিয়েশন এর সম্পাদক সুব্রত সিনহা'র উদ্যোগে এই আসন্ন অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। সাথে এই সুসজ্জিত বর্ণময় মিছিলে পা মেলাবেন মন্ত্রী অরূপ রায়, সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ, ইমন চক্রবর্তী, শোভন সহ টলিউডের খ্যাতনামা শিল্পীবৃন্দ এবং অন্যান্য জগতের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এছাড়াও মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা -র সৃষ্ট কিশোর কুমারের গানের ম্যাশ অ্যাপ ভিডিও এর আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এদিন। উদ্যোক্তারা আরও জানালেন যে, আগামী দিনে সমগ্র ভারতের কিশোর প্রেমী অনুরাগীদের সম্মিলিত এক আহ্বান মঞ্চ গড়ার লক্ষে একত্রিত হওয়ার জন্য ডাক দেওয়া হবে। এই অনুষ্ঠানের প্রচারের দ্বায়িতে রয়েছেন লাইমলাইট।।

No comments:

Post a Comment