সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দেশের ক্ষুদ্র শিল্প সংগঠন গুলি কে একত্রিত করে ১৯৫৯ সালে তৈরী হয় ফেডারেশন অফ অ্যাসোশায়েশন অফ স্মল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে এক
সাংবাদিক বৈঠকে জানান হয় আগামী ২৪ জুলাই ফেসির উদ্যোগে ছোট শিল্প গুলিকে নিয়ে আয়োজিত হতে চলেছে একটি বানিজ্যিক সম্মেলন। এই বানিজ্যিক সম্মেলনের সূচনা করবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়, উপস্হিত থাকেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে এবং ফ্যাসির প্যাট্রন ইন চিফ ভিকে সিং। এদিন সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান জহর চন্দ্র সরকার জানান এই বানিজ্যিক সম্মেলনের মূল লক্ষ্য দেশের এমএসএমই সেক্টরে উন্নতিসাধন। সাংবাদিক বৈঠকে উপস্হিত ফ্যাসির পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান চিরঞ্জীব ঘোষ বলেন মাইক্রো,স্মল ইণ্ডাস্ট্রি তে উন্নয়নের লক্ষ্যে ফ্যাসি রাজ্যের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করছে। উল্লেখ্য আগামী মাসের ২০ ও ২১ আগষ্ট দুদিন ব্যাপী রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বানিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।
No comments:
Post a Comment