পর্যটনের আসর নিয়ে কলকাতায় ট্রাভেল টুরিজ্যম ফেয়ার - Songoti

পর্যটনের আসর নিয়ে কলকাতায় ট্রাভেল টুরিজ্যম ফেয়ার

Share This
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দৈনন্দিন কাজের মাঝে ভ্রমন পিপাসু মানুষ চায় একটু অবসরের ঠিকানা। আর সেই অবসর সময়ে ছুটি কাটানোর উদ্দ্যেশে বেরিয়ে পড়া। সামনে দূর্গাপূজো আর সেই লম্বা ছুটিতে কোথায় যেতে চান পাহাড়?  সমুদ্র?জঙ্গল?কোথায় যাবেন কীভাবে যাবেন এই সবকিছুর হদিশ দিতে কলকাতার নেতাজী ইন্ডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল ৩০ তম ট্রাভেল টুরিজ্যম ফেয়ার। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া দেশের বৃহত্তম ও পুরোন এই ফেয়ারের উদ্বোধন হল গত ৬ জুলাই। দেশের প্রায় ২৮টি 
রাজ্যের ৪৩০ জন এক্সিবিটারস এবং ১৩টি বিদেশের টুরিজ্যম গাইড ও পর্যটন দপ্তর উপস্হিত হয়েছেন। এই ফেয়ারের উদ্বোধনে উপস্হিত হয়েছিলেন গোয়ার টুরিজ্যম ডিরেক্টর মেমিনো ডিসুজা,থাই কনসুলেটের কনসাল জেনারেল ভেনাস আসাওপাম,রাজ্যের পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য,বাংলাদেশের ক্যাবিনেট মন্ত্রী একে শাহজাহন কামাল,বিহারের পর্যটন মন্ত্রী প্রমোদ কুমার,নেপাল কনসুলেট কনসাল জেনারেল একনারায়ন আরিয়াল। দেশের বিভিন্ন রাজ্য যেমন উত্তরাখন্ড,মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাট, রাজস্হান, কর্নাটক, আন্দামান, তামিলনাড়ু নিজেদের পর্যটন শিল্পের সম্ভার নিয়ে হাজির। হতাশ হবেন না এর পাশাপাশি নেপাল,ভূটান,মায়ানমার,বাংলাদেশ,ভিয়েতনামের মত বিভিন্ন দেশ নিজেদের পর্যটনের হদিশ দিতে উপস্হিত হয়ছে। সুতরাং ভ্রমনপ্রিয় নাগরিকের জন্য সঠিক গাইডবুক হিসাবে টিটিএফ এ রবিবার ছুটির দিনে ঢুঁ মারতেই পারেন।।

No comments:

Post a Comment